26 C
আবহাওয়া
৭:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো বায়ার্ন

ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো বায়ার্ন

বায়ার্ন

স্পোর্টস ডেস্ক: লেভানদোভস্কির জোড়া গোলে আল আহলিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় সেমি-ফাইনালে মিশরের দলটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। দুই অর্ধে একটি করে গোল করেন লেভানদোভস্কি।

এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার ফাইনালে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা। রোববার প্রথম সেমি-ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকার প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে তাইগ্রেস।

এদিন সপ্তদশ মিনিটে এগিয়ে যায় ২০১৩ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন। সের্গে জিনাব্রির পাসে ছয় গজ বক্সের সামনে থেকে ডান পায়ের জোরালো শটে ঠিকানা খুঁজে নেন লেভানদোভস্কি।

প্রথমার্ধের বাকি সময়ে বেশ কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি আল আহলির গোলরক্ষক মোহামেদ এল শেনাউয়ি।

৮৫তম মিনিটে জয় নিশ্চিত করেন লেভানদোভস্কি। ডান দিকের বাইলাইনের কাছ থেকে লেরয় সানের ক্রসে হেডে বল জালে পাঠান তিনি।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ