14 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০


বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিমান হামলায় কমপক্ষে ২০ জন বাসিন্দা আহত হয়েছে। এর উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় ওয়ার্ডে এবং প্রধান বাজারের কাছাকাছি প্রায় ৫০০ বাড়ি ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক বাসিন্দা রয়েছে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমান থেকে বোমা হামলার ফলে অগ্নিকুণ্ড দ্রুত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এতে শত শত বাড়িঘর পুড়ে গেছে। এছাড়া আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের ফলে পার্শ্ববর্তী এলাকা টাউনগুপ থেকে অনেক মানুষ হামলার হাত থেকে বাঁচতে কিয়ুকনিমাও অঞ্চলে আশ্রয় নিয়েছেন।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা এএফপিকে বলেছেন, বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে ৫ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ