16 C
আবহাওয়া
৩:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক ৪  

চট্টগ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক ৪  


বিএনএ, ডেস্ক : চট্টগ্রাম নগরীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে নগরীর পাহাড়তলী থানা এলাকায় পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয় যেখানে এই ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন— আমিনুল ইসলাম (২৮), রাবেয়া খাতুন (৩৫), সবিতা বেগম (১৯) এবং লিজা আক্তার (১৯)।

ওসি বাবুল আজাদ বলেন, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এই ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে অভিযান অব্যাহত রেখেছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ