19 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » বাসচাপায় শ্রমিকের মৃত্যু

বাসচাপায় শ্রমিকের মৃত্যু

বাসচাপায় শ্রমিকের মৃত্যু

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাসচাপায় মো. মাঈন উদ্দিন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাঈন উদ্দিন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে। তিনি স্থানীয় সবজির আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ব্যবসায়ী মেহের আলী জানান, সকালে বসুরহাট থেকে বসুরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাট যাচ্ছিল। বাসটি বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করছিল। এসময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে শ্রমিক মাঈন উদ্দিন বের হলে বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক চালক পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, বসুরহাট-কবিরহাট সড়কে চলাচল করা প্রায় লোকাল বাসই ফিটনেস বিহীন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই সড়কে লোকাল বাসে প্রায় দুর্ঘটনা ঘটছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, স্থানীয় লোকজন বাসটি আটক করে। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ