ঢাকা: চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন ব্রিটিশ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
‘দ্য লন্ডন ক্লিনিক’-এর ওয়েবসাইটে প্রকাশিত ডক্টরস প্রোফাইল অনুযায়ী, অধ্যাপক প্যাট্রিক কেনেডি একজন বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ। লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে তার গবেষণা ও চিকিৎসা সারা বিশ্বে প্রশংসিত। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ উপদেষ্টা এবং এইচবিভি (হেপাটাইটিস বি ভাইরাস) ক্লিনিক্যাল গাইডলাইনের সম্পাদকমণ্ডলীর সদস্য। এ ছাড়া ইউরোপীয় লিভার রিসার্চ অ্যাসোসিয়েশনের এইচবিভি ক্লিনিক্যাল প্র্যাকটিস গাইডলাইন কমিটির সদস্য হিসেবেও তিনি কাজ করেছেন।
ক্লিনিকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অধ্যাপক কেনেডির রোগী দেখার ফি ৩৫০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা। ফলোআপ রোগী দেখার ফি ২৫০ পাউন্ড বা প্রায় ৩৭ হাজার ৫৩৫ টাকা।
উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা করেন খালেদা জিয়া। বুধবার (৮জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এরপর খালেদা জিয়াকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এবং অধ্যাপক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়।
আরও পড়ুন : ৭ বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান
এসজিএন,শাম্মী