বিএনএ, ঢাকা: দলের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে শপথ নিবে না বলে জানালেও সন্ধ্যায় শপথ নিচ্ছে বলে জানিয়েছে জাতীয় পার্টি। বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন জাতীয় পার্টির ১১ জন নবনির্বাচিত সংসদ সদস্য। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ মঙ্গলবার জানানো হয়, শপথে অংশ নেবে জাতীয় পার্টি। আগামী বৃহস্পতিবার সংসদ ভবনে জাপা সদস্যদের বৈঠকও ডাকা হয়। অবশ্য সেই বৈঠক বাতিলের কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী সংসদ নির্বাচনে নির্বাচিতদের গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ নিতে হয়।
বিএনএনিউজ/ বিএম /এইচমুন্নী