29 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত


বিএনএ,ঢাকা:ট্রেনের ধাক্কায় রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় রেজওয়ান খান সাইমন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি মগবাজার নয়াটোলা এলাকার ৪১৭ নম্বর বাসার আব্দুল মান্নান খানের সন্তান।

সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দশটার দিকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের ভাই বাতেন খান বলেন,মগবাজার রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সাইমন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি।

ঢাকা হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ