17 C
আবহাওয়া
৮:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » চন্দনাইশে নূরানী কিন্ডারগার্ডেনের উদ্ধোধন

চন্দনাইশে নূরানী কিন্ডারগার্ডেনের উদ্ধোধন

প: হাছনদন্ডী উত্তরপাড়া আহমদিয়া কাদেরীয়া দারুল ইহসান নূরানী কিন্ডারগার্টেন

দোহাজারী সংবাদদাতা(চট্টগ্রাম):  চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নূরানী কিন্ডারগার্ডেনের উদ্ধোধন করা হয়েছে। সোমবার(৯ জানুয়ারি) সকালে পশ্চিম হাছনদন্ডী উত্তরপাড়ায় খানকায়ে মজিদিয়া রশিদিয়া ফারুকীয়া চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে প: হাছনদন্ডী উত্তরপাড়া আহমদিয়া কাদেরীয়া দারুল ইহসান নূরানী কিন্ডারগার্ডেন উদ্ধোধনী অনুষ্ঠান খানকা শরীফে অনুষ্টিত হয়।

মাও: হাফেজ নুরুল কবিরের সঞ্চালনায় ও দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা আলহাজ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোজহেরুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি মাষ্টার আবদুল শাকুর, মেম্বার খায়রুল বশর, আওয়ামীলীগ নেতা নুর মুহাম্মদ, হাজী ইদ্রিছ, মুহাম্মদ ইদ্রিছ, আলমগীর কবির। উদ্ধোধনী উপলক্ষে মিলাদ শেষে মুনাজাত পরিচালনা করেন, উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাও: মফিজুর রহমান।

বিএনএনিউজ২৪, মোঃ হামিদুর রহমান সাকিল, হাফিজ, জিএন

Loading


শিরোনাম বিএনএ