16 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরীতে পোশাক কারখানায় বিস্ফোরণ, আহত ১০

চট্টগ্রাম নগরীতে পোশাক কারখানায় বিস্ফোরণ, আহত ১০


বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একটি পোশাক কারখকানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ হয়েছে। রোববার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে আগ্রাবাদ বাদামতলী মোড়ের নীটট্যাক্স সিটিজি লিমিটেড পোশাক কারখানার নিচ তলার বয়লারে এই বিস্ফোরণ ঘটে।

তৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ায় আগুন ছড়িয়ে পড়েনি। তবে  হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

বিস্ফোরণে বয়লার রুমের যন্ত্রপাতি ছিন্নভিন্ন হয়ে গেছে। কারখানটির শ্রমিকরাই আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার ঘটনাস্থলে পৌঁছে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সার্ভিসের একটি ইউনিট।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টাফ অফিসার জসীম উদ্দীন  বলেন, ওই পোশাক কারখানায় দুপুরে বয়লার বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারিশ জানান, আগ্রাবাদে অবস্থিত ওই কারখানায়  প্রায় ৬শ শ্রমিক কাজ করেন। সেখানে দুপুরে বয়লার বিস্ফোরণ হয়। যারা আহত হয়েছেন, তারা শরীরে আঘাত পেয়েছেন, তবে কেউ দগ্ধ হননি বলে জানান তিনি।

বিএনএনিউজ/ ওজি, আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ