Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় ৩ মাদরাসাছাত্র নিহত
খুলনা বিভাগ টপ নিউজ দুর্ঘটনা সারাদেশ

ট্রাকের ধাক্কায় ৩ মাদরাসাছাত্র নিহত

বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার সময় বীর মুক্তিযোদ্ধা নিহত

বিএনএ, বাগেরহাট: আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার রাত দেড়টার দিকে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফেজ আবদুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। হাইওয়ে পুলিশ রাতেই নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, শনিবার রাত ১২টার দিকে খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ‘সিএনজিতে থাকা তিন মাদ্রাসা শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সিএনজিতে থাকা চালকসহ আরও তিনজন। শীতে মহাসড়কে কুয়াশা থাকায় পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

শনিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর মাদ্রাসার একদল শিক্ষার্থী খুলনায় ইসলামী অনুষ্ঠানে গিয়েছিলেন।

বিএনএনিউজ২৪/এমএইচ