21 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ক্র্যাবের নেতৃত্বে মিজান-আরিফ

ক্র্যাবের নেতৃত্বে মিজান-আরিফ

ক্র্যাবের নেতৃত্বে মিজান-আরিফ

বিএনএ, ঢাকা : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২১ এর নির্বাচনে সভাপতি দৈনিক যুগান্তরের মিজান মালিক ও সাধারণ সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয়েছে ৭টি।
সভাপতি পদে দৈনিক যুগান্তরের মিজান মালিক পেয়েছেন ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১০৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে দেশ রূপান্তরের আলাউদ্দিন আরিফ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১০৯ ভোট।
ক্র্যাবের নেতৃত্বে মিজান-আরিফ

সহ-সভাপতি পদে নিত্য গোপাল তুতু ১৩৭ ভোট পেয়ে নির্বাচীত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহা. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২০ ভোট।
যুগ্ম সম্পাদক পদে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান-উজ-জামান। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা পেয়েছেন ১০৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ পেয়েছেন ১৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপন দেওয়ান পেয়েছেন ৯৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান ১৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার হানিফ রাজা পেয়েছে ১৭২ ভোট। অর্থ সম্পাদক পদে মো. এমদাদুল হক খান ভোট ১৫৯ পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী হরলাল রায় সাগর ৯৬ ভোট পেয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবু ১৪১ পেয়েছেন ভোট। তার প্রতিদ্বন্দ্বিতা জাহাঙ্গীর হোসেন বাবু পেয়েছেন ৮৩ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন গোলাম সাত্তার রনি ১৫৯, কাজী জামশেদ নাজিম ১৪৩ ভোট , এস. এম মিন্টু হোসেন ১৩৪ ভোট পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা: সাজ্জাদ মাহমুদ খান প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক, এস. এম. ইসমাঈল হুসাইন ইমু দফতর সম্পাদক, নাহিদ তন্ময় কল্যাণ সম্পাদক, রুদ্র রাসেল আন্তর্জাতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক পারভেজ খান। নির্বাচিত কমিটি আগামী বছরের জন্য ক্র্যাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন।

বিএনএনিউজ/এসকেকে/ আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ