17 C
আবহাওয়া
১২:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আবাহনীর পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত

আবাহনীর পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত

আবাহনীর পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত

বিএনএ, স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার ফুটবল লিগ শুরুর মাত্র ৪ দিন আগে দু:সংবাদ পেল আবাহনী লিমিটেড। ক্লাবটির পাঁচজন ফুটবলারসহ সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্দেশনা অনুযায়ী গত পরশু আবাহনীর খেলোয়াড়-স্টাফসহ ৪৫ জনের করোনা পরীক্ষা করানো হয়। এর মাঝে ৫ ফুটবলারসহ ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ফুটবলারেরা হলেন রুবেল মিয়া, ফয়সাল আহমেদ, দীপক রায়, মোহাম্মদ হৃদয় ও আল আমিন হাসান। বাকি দুজন হলেন ক্লাবের সহকারী কোচ জাকারিয়া বাবু ও বলবয় মোহাম্মদ ইমন। রিপোর্ট আসার পরপরই তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠলে কোভিড টেস্টের রিপোর্ট বাফুফেতে জমা দিতে হতো। এ জন্যই সবার টেস্ট করানো হয়েছিল। আমরা রিপোর্ট হাতে পাওয়ার পরই ওদের অন্য ভবনে সরিয়ে রেখেছি। যদিও ওদের কারও মধ্যেই করোনার কোনো লক্ষণ নেই। তবে বাড়তি সতর্কতা হিসেবেই এমনটা করা হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ