23 C
আবহাওয়া
৬:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন : মাঠে নেমেছে ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন : মাঠে নেমেছে ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন : মাঠে নেমেছে ১৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধিমালা দেখতে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছেন। শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় ১৬, ২০ ও ৩২ নম্বর ওয়ার্ডে, আবদুস সামাদ শিকদার ২৭, ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে, আশরাফুল হাসান ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে, তৌহিদুল ইসলাম ১২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে, এস এম আলমগীর ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে, মিজানুর রহমান ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে, আশরাফুল আলম ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে, মাসুদ রানা ৩৩, ৩৫ ও ৩৫ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন ২২, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে, জিল্লুর রহমান ১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে, রেজওয়ানা আফরিন ৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডে, উমর ফারুক ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডে এবং গালিব চৌধুরী ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, তারা আচরণবিধি প্রতিপালন, নির্বাচনী অপরাধ রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মাঠে কাজ করবেন। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন তারা।

উল্লেখ্য, করোনার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ