28 C
আবহাওয়া
৭:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চলতি মাসের শেষের দিকেই ভ্যাকসিন আসবে : স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসের শেষের দিকেই ভ্যাকসিন আসবে : স্বাস্থ্যমন্ত্রী

চলাফেরা সীমিত করার আহবান স্বাস্থ্যমন্ত্রীর

বিএনএ ডেস্ক : এ মাসের শেষের দিকেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, ভ্যাকসিন দেয়ার সব প্রস্ততি সম্পন্ন হয়েছে, এ মাসের শেষের দিকেই ভ্যাকসিন পাওয়া যাবে ।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদরের গড়পাড়ায় শুভ্র সেন্টারে ছিন্নমূলের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান ।

এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান সামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে সদর উপজেলার ১৫০০ দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের পাশাপাশি আরও কয়েকটি দেশ আমাদের ভ্যাকসিন দিতে ইচ্ছুক। তাই আমাদের ভ্যাকসিনের কোনো কমতি হবে না। তারপরও আমাদের মাস্ক পরা ছাড়াও সচেতন থাকতে হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ