বিএনএ, ঢাকা : রাজধানীতে স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া সমিতি বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্ত মোহাম্মাদ রনি মিয়া (৩০) পেশায় একজন ভ্যানচালক। তার গ্রামের বাড়ি জামালপুর।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে সমস্যা চলে আসছিল স্বামী-স্ত্রীর মধ্যে। এ ঘটনায় স্ত্রী স্বামী রনি মিয়াকে তালাক দিলে তিনি রাগান্বিত হলে প্রথমে স্বামীকে এবং পরে শ্যালিকাকে কুপিয়ে হত্যা করে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার আকলিমা বলেন, অভিযুক্তকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পারিবারিকভাবে সমস্যার জেরে তিনি তার স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিএনএনিউজ/জেবি
Total Viewed and Shared : 142