বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় বিল্ডিংয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল জন্নাত এ্যানি (১৬) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চকরিয়া পৌরসভার আর্মিক্যাম্প সড়কের সায়মা প্লাজা নামক বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এ্যানি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আমজাখালী গ্রামের মো. শামীম এর মেয়ে। সে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসার বাসার গৃহকর্মী ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুর ১টার দিকে মোবাইলে কথা বলতে ছাদের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের লাইনের পাশে যায় এ্যানি। এসময় অসাবধানতাবশত তারের সাথে লেগে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গত কয়েক বছর আগেও এই বিল্ডিংয়ের ছাদের উপর খেলতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছিল। এদিকে বিল্ডিংয়ের উপর দিয়ে হাই ভোল্টেজের লাইন থাকলেও কোন ধরনের নিরাপত্তার ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিএনএনিউজ/ এইচএম ফরিদুল আলম শাহীন/ বিএম