22 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » কোরআন পোড়ানো বন্ধে ডেনমার্কে বিল পাস

কোরআন পোড়ানো বন্ধে ডেনমার্কে বিল পাস


বিএনএ, বিশ্বডেস্ক : প্রকাশ্যে কোরআন পোড়ানো বেআইনি ঘোষণা করে একটি আইন পাস হয়েছে ডেনমার্কের পার্লামেন্টে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আইনটি পাস হয়। এই আইন লঙ্ঘন করলে জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সম্প্রতি দেশটিতে কোরআন অবমাননা নিয়ে মুসলিম দেশগুলো বিক্ষোভ করার পর বিলটি পাস হয়েছে।

পার্লামেন্টে আইনটি ৯৪-৭৭ ভোটে পাস হয়েছে। আট জন আইনপ্রণেতা ভোটদানে বিরত ছিলেন। পাস হওয়া আইন অনুসারে, কোনও ধর্মের মানুষের কাছে ধর্মীয় তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে এমন কোনও লেখা বা বস্তুর প্রকাশ্যে বা বৃহত্তর মানুষের কাছে প্রচারের লক্ষ্যে অনুপযুক্ত আচরণকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

চলতি বছর ডেনমার্ক ও সুইডেনের ইসলাবিরোধীরা কোরআনের কপি পুড়িয়েছে বা ক্ষতি করেছে। এসব ঘটনায় বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ডেনমার্ক সংবিধান প্রদত্ত ধর্মের সমালোচনার অধিকারসহ বাকস্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। দেশটির আশঙ্কা কোরআন পোড়ানোর ঘটনায় জঙ্গিরা হামলা চালাতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ