17 C
আবহাওয়া
৯:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেল চালু: মন্ত্রী

জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেল চালু: মন্ত্রী

রেলের ভাড়া বাড়তে পারে: রেলমন্ত্রী

বিএনএ, কক্সবাজার: রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আগামী জুনের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেললাইন চালু হবে। তখন সারাদেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে’।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় কক্সবাজারের আইকনিক স্টেশনে উপস্থিত সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

নুরুল ইসলাম এ সময় বলেন, ‘একসময় এটি স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তবায়নের পথে। কক্সবাজারবাসী যেমন অপেক্ষায় আছেন, তেমনি সারা দেশের মানুষ ট্রেনে করে পর্যটন নগরী কক্সবাজার আসার জন্য অপেক্ষায় আছেন। আশা করা যাচ্ছে নির্ধারিত সময় আগামী বছর জুনের মধ্যে কাজ সম্পন্ন হবে’।

তিনি বলেন, ‘কক্সবাজারে চলাচলের জন্য টুরিস্ট কোচের আদলে উন্নত মানের কোচ দিয়ে ট্রেন চালানো হবে। এ জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫৪টি কোচ কেনা হবে যেগুলোর জানালা সুপ্রশস্ত। মানুষ অনায়াসে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবেন’।

কাজের অবগতি সম্পর্কে প্রশ্ন করা হলে নুরুল ইসলাম বলেন, ‘প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে’।

তিনি এ সময় নির্মাণাধীন আইকনিক স্টেশন বিল্ডিংয়ের বিভিন্ন তলা ঘুরে দেখেন। আগামী এপ্রিল মাসের মধ্যে স্টেশন বিল্ডিংয়ের নির্মাণ কাজ শেষ হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

নুরুল ইসলাম পরে প্রায় ৩০ কিলোমিটার ন‌তুন লাইনে পরিদর্শন করেন। ইতিমধ্যে ৬০ কিলোমিটার রেল লাইন বসানোর কাজ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত মোট ১০০ কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মিত হচ্ছে। পুরো প্রকল্পে ৩৯টি মেজর ব্রিজ এবং ২৪২টি কালভার্ট রয়েছে। হাতি চলাচলের জন্য আন্ডারপাস ও ওভাপাস নির্মাণ করা হচ্ছে। এই রেললাইন নির্মিত হলে ট্রান্স‌ এশিয়ান রেলওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ