17 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে প্রীতিলতা দাশের নাগরিক শোক সভা

বোয়ালখালীতে প্রীতিলতা দাশের নাগরিক শোক সভা

বোয়ালখালীতে প্রীতিলতা দাশের নাগরিক শোক সভা

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিশিষ্ট সমাজসেবক শৈবাল দাশের মাতা প্রীতিলতা দাশের নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(৭ ডিসেম্বর)উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী অধ্যাপক অজিত দাশের বাড়ীতে বিপ্লবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত এ নাগরিক শোক সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাস্টার অঞ্জন কান্তি চৌধুরী।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও নাট্যজন ব্যক্তিত্ব প্রদীপ দেওয়ানজী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা লীনা দাশ, অধ্যাপিকা অর্পনা দাশ, সুখময় চক্রবর্ত্তী, সাংবাদিক বাবর মুনাফ, গণসঙ্গীত শিল্পী অচিন্ত দাশ, মাস্টার অশোক দাশ, শিক্ষক উজ্জ্বল মুৎসুদ্দী।
এসময় আরও উপস্থিত ছিলেন তমাল কান্তি দাশ, প্রবাল দাশ, শৈবাল দাশ, মাস্টার তড়িৎ শুল্ক দাশ, শিক্ষক দীপ্তি দাশ, শিক্ষক বিধু ভূষণ দাশ, প্রকৌশলী নিধু ভূষণ দাশ, পুলক দাশ, প্রকৌশলী রাজীব দাশ, সাবেক ছাত্রনতা সত্যজিত দাশ, দীলিপ দাশ প্রমুখ।

সভার শুরুতে প্রয়াত প্রীতিলতা দাশের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং বিপ্লবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ চট্টগ্রাম’র পক্ষ থেকে প্রয়াতের পরিবারকে শোকপত্র প্রদান করা হয়।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

Loading


শিরোনাম বিএনএ