16 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » উত্তর চট্টগ্রামসহ ৩ জেলার ধর্মঘট প্রত্যাহার

উত্তর চট্টগ্রামসহ ৩ জেলার ধর্মঘট প্রত্যাহার

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

বিএনএ, চট্টগ্রাম : পুলিশের গণহারে বাস রিকুইজিশনের প্রতিবাদে  উত্তর চট্টগ্রাম ও দুই পার্বত্য জেলায় ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে হাটহাজারী বাসস্ট্যান্ডে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতা মনজুর আলম মঞ্জু।

এর আগে সকাল থেকে চট্টগ্রাম উত্তর জেলা-খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে কোনও গণপরিবহন চলতে দেয়নি শ্রমিকরা। এতে এ রুটের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান গণমাধ্যমকে  বলেন, গতকাল বুধবার কক্সবাজারে জেলা আওয়ামী লীগের জনসমাবেশ ছিল। এই জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে ৯৭টি বাস রিকুইজিশন করেছিল পুলিশ। তার মধ্যে হাটহাজারীর ২৪টি। এর মধ্যে ১৩টি বাস পুলিশ ব্যবহার করে। বাকি বাসগুলো দলীয় নেতা-কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহার করা হয়।

রিকুইজিশন করা বাসগুলোর জন্য পর্যাপ্ত তেল খরচ দেওয়া হয়নি। এ কারণে মালিকপক্ষকে গাড়ির তেলের জন্য টাকা দিতে হয়। তা ছাড়া কক্সবাজারে কিছু নেতা-কর্মী চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ