19.5 C
আবহাওয়া
৬:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাবিতে নির্মিত হচ্ছে মডেল ফার্মেসী, খোলা থাকবে ২৪ ঘন্টা

রাবিতে নির্মিত হচ্ছে মডেল ফার্মেসী, খোলা থাকবে ২৪ ঘন্টা


বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মিত হতে যাচ্ছে মডেল ফার্মেসী। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের তত্ত্বাবধানে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো রাবিতে নির্মিত হতে যাচ্ছে বিশেষ এই ফার্মেসী৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ২৪ ঘন্টাই এই ফার্মেসী থেকে সেবা পাবেন।

বুধবার (৭ ডিসেম্বর) বিষয়টি  নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. একরামুল ইসলাম।

অধ্যাপক একরামুল ইসলাম বলেন, “আমাদের মেডিকেল সেন্টারে সব ধরণের ওষুধ পাওয়া যায় না। ফলে শিক্ষার্থীদের প্রয়োজনের দিকটি বিবেচনায় নিয়েই এই মডেল ফার্মেসী নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবন ও সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের মধ্যবর্তী জায়গায় এটির স্থান নির্বাচন করা হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর যত দ্রুত সম্ভব এটি তৈরি করা হবে।”

মডেল ফার্মেসী প্রসঙ্গে ফার্মেসী বিভাগের এই অধ্যাপক বলেন, “একটি মডেল ফার্মেসীতে একজন গ্র‍্যাজুয়েট ফার্মাসিস্টের তত্ত্বাবধানে কয়েকজন সি গ্রেড ফার্মাসিস্ট বা ডিপ্লোমা ফার্মাসিস্ট কাজ করেন। আমাদের বিভাগের শিক্ষার্থীরা গ্র‍্যাজুয়েশন শেষ করে মাস্টার্স করছে; ফলে তারা এই মডেল ফার্মেসীতে সেবা প্রদান করতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু সি গ্রেড ফার্মাসিস্ট আলাদা করে নিয়োগ দিবে৷ এছাড়া, আমাদের বিভাগের শিক্ষকরা সুপারভিশনের দায়িত্বে থাকবে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মেডিকেল সেন্টার ব্যতীত, ওষুধ ক্রয়ের জন্য কোনো দোকান নেই। ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর, কাজলা, স্টেশন বাজার ইত্যাদি এলাকায় গিয়ে ওষুধ ক্রয় করতে হয়। মডেল ফার্মেসী নির্মাণে এমন উদ্যোগকে তাই স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, “জরুরি প্রয়োজনে ওষুধ ক্রয়ের জন্য আমাদের ক্যাম্পাসের বাইরে যেতে হয়। তাছাড়া, এসব দোকানগুলোতে অনেক সময় প্রয়োজনীয় ওষুধও পাওয়া যায় না। প্রশাসনের উদ্যোগে এই মডেল ফার্মেসী নির্মাণ করা হলে আমাদের এই ভোগান্তির নিরসন হবে।”

এদিকে, ফার্মেসী বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এটি একটি কার্যকরী উদ্যোগ বলে মনে করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ বিষয়ে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মো. শাকিল আহাম্মেদ রনি বলেন, মডেল ফার্মেসী থেকে একজন শিক্ষার্থী বিভিন্নভাবে উপকৃত হতে পারবে; যেমন ধরুন, ঔষধের সঠিক ব্যবহার ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারবে; ওটিসি ড্রাগগুলো প্রেসক্রিপশন ছাড়াই নিতে পারবে; অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার এবং ব্যাধি নিরাময়ের জন্য সঠিক সময়ে সঠিক ঔষধ ব্যবহার সম্বন্ধে জানতে পারবে। সর্বোপরি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরনে এই মডেল ফার্মেসী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।”

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, “শিক্ষার্থীদের বিভিন্ন অসুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মডেল ফার্মেসি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফার্মেসি ২৪ ঘন্টাই খোলা থাকবে। শিক্ষার্থীরা স্বল্প মূল্যে প্রয়োজনী সব ওষুধ সেখানে পাবেন। এটির তত্ত্বাবধানে থাকবে ফার্মেসী বিভাগ। আমি মনে করি, বিভাগের শিক্ষার্থীদের জন্যও এটি একটি ভালো সুযোগ হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই এই মডেল ফার্মেসি নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করছি।”

বিএনএ/সাকিব,ওজি

Loading


শিরোনাম বিএনএ