বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর কোতোয়ালি থানায় জমিয়াতুল ফালাহ মসজিদ গেটের অদূরে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে ছাত্রদলের নেতা–কর্মীরা এ ঘটনায় জড়িত। তবে ছাত্রদল অস্বীকার করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহতের ঘটনা এবং বিএনপি নেতা–কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি আলমাস সিনেমা হলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পেছনে থাকা কয়েকজন দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে গাড়ি দুটির কাচ ভেঙে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, ছাত্রদলের বের করা ঝটিকা মিছিল থেকে দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছোড়া হয়। গাড়ি দুটির মালিক থানায় এসে অভিযোগ করেছেন। একটি পিকআপ ভ্যানে আগুন লাগার খবর পুলিশ শুনেছে। তবে মালিককে খুঁজে পাওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিএনএনিউজ/এইচ.এম।