বিএনএ,জামালপুর : জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ১১-১৪ ডিসেম্বর ২০২১ উপলক্ষে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সিভিল সার্জন অফিস আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভাকক্ষে বুধবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় থেকে সন্ধ্যা পর্যন্ত ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন আবু আহাম্মদ সাফিসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় ১১-১৪ ডিসেম্বর পর্যন্ত ৭ উপজেলা, ১ পৌর সভা ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৫১৪ জন, ১৪০ প্রতিবন্ধী শিশু,১২-৫৯ মাস বয়সী ২ লাখ,৮৬ হাজার ১৬৭ জন ও ৫৬৮ জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়ে।
বিএনএনিউজ/এম শাহীন আল আমীন/এইচ.এম।