18 C
আবহাওয়া
১০:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » ১১জনকে জীবন্ত আগুনে পুড়ে হত্যা করলো মিয়ানমার সৈন্যরা

১১জনকে জীবন্ত আগুনে পুড়ে হত্যা করলো মিয়ানমার সৈন্যরা

কিশোরসহ১১জনকে জীবন্ত পুড়ে মেরেছে দেশটির সৈন্যরা।

মিয়ানমারের একটি গ্রামে সরকার বিরোধী আন্দোলনকারী সন্দেহে এক কিশোরসহ১১জনকে জীবন্ত পুড়ে মেরেছে দেশটির সৈন্যরা।গতকাল(মঙ্গলবার)৭ডিসেম্বর সাগাইং অঞ্চলের সালিঙ্গি টাউনশিপে এ ঘটনা ঘটে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, প্রায় ১০০ জন সৈন্য সালিঙ্গি টাউনশিপে সকাল প্রায় ১১ টার দিকে

অভিযান চালাতে  যায়। পথিমধ্যে  সরকার বিরোধী গেরিলা যোদ্ধারা  একটি সামরিক কনভয়ের ওপর হাত বোমা নিক্ষেপ করে।এর পর সেনা সদস্যরা গ্রামবাসীদের ওপর ঝাপিয়ে পড়ে। লোকজন পালাতে থাকে।

পুড়ে মরে যাওয়া লোকদের অন্ত্যেষ্টিক্রিয়ায়  অংশ নেয়া একজন বলেন, “নিহতরা তাদের গ্রামে সেনাবাহিনীর অভিযান চলাকালে পালিয়ে যাওয়ার সময় একটি অস্থায়ি কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিল।” “সৈন্যরা তাদের খুঁজে পেলে, তাদের বেধড়ক  মারধর করে, হাত পা বেঁধে ফেলে রাখে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে।”

স্যালিঙ্গি জি-জেড লোকাল পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) আরও বলেছে যে সৈন্যরা তাদের মারধর করার পর জীবন্ত আগুরে পুড়ে হত্যা করেছে।

bnanews24,GN

Loading


শিরোনাম বিএনএ