25 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ পাকসেনা নিহত

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪ পাকসেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ সংঘর্ষ হয়।

পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উত্তরপশ্চিম আফগান সীমান্তে জঙ্গিদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ দেখা দিলে দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফা গুলি বিনিময় হয়। সেখানে চার সেনা সদস্য নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অফিস জানিয়েছে, চার সেনার মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করেছেন। জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। দেশ থেকে তাদের নির্মূল না করা পর্যন্ত সরকার এই লড়াই চালিয়ে যাবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ