30 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় বাসের চাপায় ২ শিশু নিহত

কুমিল্লায় বাসের চাপায় ২ শিশু নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিএনএ, কুমিল্লা : কুমিল্লায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৯ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর বিক্ষুব্ধ জনতা অন্তত পাঁচটি বাস ভাঙচুর করেন। ওই ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যান বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

নিহত শিশু শিক্ষার্থীরা হলেন-জুনায়েদ হোসেন (১২) এবং ফাহিমা (৯)। তারা ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সন্তান। তারা দু’জনই ছগুরা এবতেদায়ী মাদ্রাসায় পড়তেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম সিএনজি চালিত অটোরিকশাযোগে তার দুই সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সুগন্ধা পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু শিক্ষার্থী জুনায়েদ এবং ফাহিমা নিহত হন। এ সময় নিহতদের বাবাসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাইওয়ে পুলিশের এসআই গিয়াস উদ্দিন বলেন, চাপা দেওয়ার পর সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি। নিহত ব্যক্তিদের মরদেহ তাঁদের স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। উত্তেজিত জনতা কয়েকটি বাস ভাঙচুর করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ