20 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড

অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড


বিএনএ, স্পোর্টস ডেস্ক : টানা পাঁচ হারের পর জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জস বাটলারের দল।

বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে বেন স্টোকসের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংলিশরা।  ৮৪ বলে ১০৮ রান করেন স্টোকস। এছাড়া ডেভিড মালান করেন ৭৪ বলে ৮৭ রান।

৩৪০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ডাচরা। মাত্র ১৩ রানে জোড়া উইকেট হারায় তারা। দলের বিপর্যয় প্রাথমিকভাবে সামাল দেন উইসলি বারসি ও সাইব্রান্ড এঙ্গেল্বার্ট। এ জুটি ৫৫ রান করেন। তবে দলীয় ৬৮ রানে ৬২ বলে ৩৭ রান করে আউট হন বারসি।

এরপর ৩৬ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। তবে স্কট এডওয়ার্ডস ও তেজা নিদামানারু মিলে ৫৯ রানের জুটি গড়েন।

তবে দলীয় ১৬৩ রানে ৪২ বলে ৩৮ রান করে এডওয়ার্ডস আউট হলে তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ডাচদের ব্যাটিং লাইন।

আর ১৬ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে ৩৭ ওভার ২ বলে ১৭৯ রানে অলআউট হয় ডাচরা। ইংলিশদের পক্ষে মইন আলি ও আদিল রশিদ নেন ৩টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৯/৯ (বেয়ারস্টো ১৫, মালান ৮৭, রুট ২৮, স্টোকস ১০৮, ব্রুক ১১, বাটলার ৫, মইন ৪, ওকস ৫১, উইলি ৬, অ্যাটকিনসন ২*, রশিদ ১; আরিয়ান ১০-০-৬৭-২, ফন বিক ১০-০-৮৮-২, মিকেরেন ১০-০-৫৭-১, ডে লেডে ১০-০-৭৪-৩, ফন ডার মেরওয়া ৩-০-২২-০, আকারম্যান ৭-০-৩১-০)

নেদারল্যান্ডস: ৩৭.২ ওভারে ১৭৯ (বারেসি ৩৭, ও’ডাওড ৫, আকারম্যান ০, এঙ্গেলব্রেশট ৩৮, ডে লেডে ১০, নিদামানুরু ৪১*, ফন বিক ২, ফন ডার মেরওয়া ০, আরিয়ান ১, মেকেরেন ৪; ওকস ৭-০-১৯-১, উইলি ৭-২-১৯-২, অ্যাটকিনসন ৭-০-৪১-০, মইন ৮.২-০-৪২-৩, রশিদ ৮-০-৫৪-৩)

ফল: ইংল্যান্ড ১৬০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: বেন স্টোকস

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর