17 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢামেকে হাজতির মৃত্যু

ঢামেকে হাজতির মৃত্যু

ঢামেকে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের মো. হানিফ মিয়া (৪০) নামে এক হাজতি ঢামেক হাসপাতালে মারা গেছেন। বুধবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে কারাগারে হঠাৎ অচেতন হয়ে পড়লে কারারক্ষীরা হানিফ মিয়াকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী বেলাল হোসেন জানান, কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ওই হাজতিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হানিফ কেন্দ্রীয় কারাগারে হাজতি (নম্বর ৪৮৮০১/২৩) হিসেবে ছিলেন। তার বাবার নাম আলতাব হোসেন।

আরও পড়ুন: ডিসি-ইউএনওদের গাড়ি কেনার প্রস্তাব স্থগিত

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ