17 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে গ্রামীণ প্রান্তিক গ্রাহক সেবায় ব্র্যাক ব্যাংকের উঠান বৈঠক

মিরসরাইয়ে গ্রামীণ প্রান্তিক গ্রাহক সেবায় ব্র্যাক ব্যাংকের উঠান বৈঠক

মিরসরাইয়ে গ্রামীণ প্রান্তিক গ্রাহক সেবায় ব্র্যাক ব্যাংকের উঠান বৈঠক

বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম): গ্রামীণ সুবিধাবঞ্চিত প্রান্তিক গ্রাহকদের মাঝে ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে ও বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনয়ন এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রামীণ প্রান্তিক গ্রাহকদের নিয়ে ব্র্যাক ব্যাংকের উঠান বৈঠক
উঠান বৈঠকে উপস্থিত গ্রামীণ প্রান্তিক গ্রাহকরা

ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট মো. আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিয়নের টিম লিড কফিল উদ্দিন, এআরও মো. তানভীরুল ইসলাম, এআরই সৈয়দ মো. সাদমান আবেদীন, এএফও সবুজ সেন, ইশরাত সুলতানা তৃশা, গ্রাহক দীন মোহাম্মদসহ বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিংয়ের কর্মকর্তারা।

আরও পড়ুন: পোশাক কারখানা এলাকায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

এসময় বক্তারা বলেন, নিজেদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য ক্ষুদ্র সঞ্চয়ের কোন বিকল্প নেই। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা নিয়ে মতবিনিময় করেন। এসময় ব্র্যাক ব্যাংকের আধুনিক ব্যাংকিং এর বিভিন্ন সুবিধার কথা তুলে ধরা হয়। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

বিএনএনিউজ/ আশরাফ উদ্দিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ