সাতকানিয়ায় ঐতিহ্যবাহী গারাংগিয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদ্রাসায় আসন্ন দাখিল পরীক্ষা -২০২১ এর পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার(৮নভেম্বর) দরবারের পীর, বড় হুজুরের শাহ্জাদা আলহাজ্ব শাহ মৌলানা আনোয়ারুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি, বি.এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর , বাংলাদেশ শিপিং এজেন্ট আ্যসোসিয়েশনের পরিচালক জনাব এস এম মাহবুবুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান নুরআহমদ, প্রিন্সিপাল মৌলনা মোহাম্মদ নরুল আজিম সহ সম্মানীত মুহাদ্দেছ ,গভর্নিং বডির সদস্যবৃন্দ , সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম এবং শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।প্রেসরিলিজ।