বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ ছৈয়্যদ হোসেন প্রকাশ ফারুক নামে (৩০) এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে পুলিশ(৮ নভেম্বর) তাকে আদালতে সোর্পদ করে ।এর আগে রোববার(৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় পৌরসভার ৯নং ওয়ার্ডের রাবার বাগান গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি রাইফেল,৮পিস বুলেট ও ৪পিস তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
ছৈয়্যদ হোসেন প্রকাশ ফারুক রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বটতলা এলাকার মো. বেলাল হোসেনের পুত্র।
র্যাবের দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অস্ত্রসহ চট্টগ্রামে যাচ্ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে র্যাব হাটহাজারী ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ রাবার বাগান গিরিছায়ার সামনে থেকে তাকে আটক করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, র্যাব বাদি হয়ে আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে।
বিএনএ/ শফিউল আলম, ওজি