29 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৫
Bnanews24.com
Home » হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার

হেফাজতে ইসলামের অবরোধ প্রত্যাহার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর হেফাজতের নেতারা এই ঘোষণা দেন।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী  বলেন, “হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার ও হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন, তাই আমরা অবরোধ প্রত্যাহার করছি।”

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বাসচাপায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। ঘটনার পর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি ও মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তাদের নিজ মতো করে এজাহার লেখার প্রস্তাব দেয়।

হেফাজত নেতারা এতে রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করার অনুরোধ করেন। পুলিশ তা নাকচ করায় হেফাজতের কেন্দ্রীয় নেতারা বুধবার সকাল-সন্ধ্যা হাটহাজারীতে অবরোধের ঘোষণা দেন। অবরোধ প্রত্যাহারের পর হাটহাজারী ও আশেপাশের এলাকায় যানবাহনের চলাচল স্বাভাবিক হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ