31 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৪
Bnanews24.com
Home » আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও বিদায় নিচ্ছেন মাহমুদউল্লাহ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও বিদায় নিচ্ছেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। আজই(৮ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন বলে জনা গেছে। ভারত সিরিজই হবে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ অধ্যায়। আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে ভারতের বিপক্ষে শেষবারের মতো মাঠে নামবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ, যেখানে তার সংগ্রহ ২৩৯৫ রান। ভারত সিরিজের বাকি দুটি ম্যাচে তিনি এই পরিসংখ্যান আরেকটু বাড়ানোর সুযোগ পাবেন।

এর আগে, ২০২১ সালে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে ওয়ানডে ক্রিকেটে তাকে আরও কিছুদিন দেখা যেতে পারে।

ভারত সিরিজের দল ঘোষণার পর থেকেই মাহমুদউল্লাহকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মাঝে তাকে রাখার বিষয়টি সমর্থন করেননি, বিশেষ করে তার সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে মাত্র ১৫ গড়ে ৯৫ রান করেছিলেন, স্ট্রাইকরেট ছিল ৯৪। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও ২ বলে ১ রান করে আউট হন।

মাহমুদউল্লাহ হয়তো নিজেও এখন তার বর্তমান ফর্ম ও অবস্থান বিবেচনা করে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ