28 C
আবহাওয়া
৫:১৯ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে তীব্র যানজট

রাজধানীতে তীব্র যানজট


বিএনএ, ঢাকা: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বেলা দেড়টা থেকে রাজধানীর কলাবাগান, আসাদ গেট, মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর ও রমনা এলাকায় যানজটে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। এ সময় অনেককে আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত যানজটে আটকে থাকতে হচ্ছে।

যানজটের কারণে বিকেলে হেঁটে ধানমন্ডির কর্মস্থলে আসা আলগমীর বলেন, বেলা দেড়টার দিকে আজিমপুর থেকে অফিসের উদ্দেশে রওয়ানা করেন তিনি। বাসেও উঠেছিলেন। যানজটে আটকে ধীরগতিতে নিউমার্কেটের সামনে এসে আটকে যায় বাস। দীর্ঘ অপেক্ষার পর বাস থেকে নেমে পরে হেঁটে পৌনে বিকেল ৪টার দিকে পৌঁছেছেনে।

দুপুরে মোটরসাইকেলে করে রাজধানীর মিন্টো রোড থেকে পুরান ঢাকার দিকে  যাওয়া আলমগীর হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, রমনা এলাকায় প্রায় আধা ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। এক পাশের রাস্তা বন্ধ, কোনো গাড়ি চলছে না।

যানজটের কারণ জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, গত দুই দিন ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এতে ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় সড়ক ভাঙা থাকায় যানজট হচ্ছে। এ ছাড়া অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিভিআইপি) চলাচলের কারণে বেশ কিছু সময় এক পাশের রাস্তা বন্ধ থাকায় যানজট বেড়েছে।

এ বিষয়ে প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, বিভিন্ন কারণে ঢাকায় যানজট হয়। আজকে কী কারণে যানজট হয়েছে, সেটা খোঁজ নিয়ে দেখতে হবে।

বিএনএ নিউজ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ