17 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শার্শায় বিদেশী পিস্তল, গুলি হ‍্যান্ডকাপসহ গ্রেপ্তার ১

শার্শায় বিদেশী পিস্তল, গুলি হ‍্যান্ডকাপসহ গ্রেপ্তার ১

শার্শায় বিদেশী পিস্তল, গুলি হ‍্যান্ডকাপসহ গ্রেপ্তার ১

বিএনএ, যশোর: যশোরের শার্শায় একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও এক জোড়া হ‍্যান্ডকাপ সহ মো. মনিরুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (৭ অক্টোবর) সকাল ৯ টা ৪০ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর থানার রসুলপুর গ্রামের আফতাব সরদারের ছেলে।

ডিবির অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের মাধ্যমে এসআই রইস আহমেদ ও এএসআই ইমদাদুল হকের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা থানার জামতলা টু বালুন্ডাগামী পাকা রাস্তা সংলগ্ন চৌরাস্তার মোড় জামে মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও এক জোড়া হ‍্যান্ডকাপসহ মনিরুলকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ফেনীতে মুখপোড়া হনুমান-কাছিমসহ যুবক আটক

যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের (ওসি) রুপম কুমার সরকার জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দিয়ে শার্শা থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ