বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। এতে অন্তত এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে। খবর: ডন অনলাইন’র
শনিবার (৭ অক্টোবর) ভূমিকম্পে রাতভর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পশ্চিম আফগানিস্তানের সবচেয়ে বড় শহর হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবারের ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পরপরই অন্তত আটবার পুনরায় কেঁপে ওঠে ওই এলাকা। এগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩-এর মধ্যে।
বিএনএনিউজ২৪/ এমএইচ