22 C
আবহাওয়া
১০:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধস; নিহত ২

খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধস; নিহত ২

খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধস; নিহত ২

বিএনএ ডেস্ক: খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণাধীন ভবনের গ্রিলশেডের ছাদ ভেঙে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

শনিবার (৮ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম সাজ্জাদ হোসেন। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।

ফায়ার সার্ভিস জানায়, নতুন ভবনের গ্রিলশেডের নির্মাণ কাজ করার সময় হঠাৎ করে উপর থেকে ভেঙে পড়ে। ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। সন্ধ্যায় আরও একজনের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী জানান, এ ঘটনায় আরও কোনো শ্রমিক নিচে চাপা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বলেন, এ ঘটনায় প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ