25 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » একদিনে ডেঙ্গুতে রেকর্ড ৭১২ জন হাসপাতালে, মৃত্যু ৩

একদিনে ডেঙ্গুতে রেকর্ড ৭১২ জন হাসপাতালে, মৃত্যু ৩


বিএনএ, ডেস্ক : সারা দেশে গত  ২৪ ঘন্টায়  ডেঙ্গুতে  রেকর্ড পরিমাণ ৭১২ জন  আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট দুই হাজার ৪১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।

শনিবার(৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ২৩৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৭৫২ জন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭ জন মারা গেছেন।

২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ