25 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » নেশন্স কাপের ফাইনালে ফ্রান্স

নেশন্স কাপের ফাইনালে ফ্রান্স

নেশন্স কাপের ফাইনালে ফ্রান্স

বিএনএ ক্রীড়া ডেস্ক: বেলজিয়ামকে হারিয়ে উয়েফা নেশন্স কাপের   ফাইনালে উঠেছে ফ্রান্স। সেমিফাইনালে বেলজিয়ামকে ৩-২ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তুরিনের অ্যালিয়েঞ্জ অ্যারিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে তিন গোল করে তারা।

ম্যাচের ৩৭ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে নেন ইয়ানিক কারাসকো। ডি ব্রুইনা’র পাস থেকে গোলরক্ষক হুগো লরিসকে বোকা বানিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধেই ডি ব্রুইনার কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান রোমেলো লুকাকু। কিন্তু নাটকের বাকি ছিল অনেকটাই।

বিরতির পর ৬২ মিনিটে কারিম বেনজেমার গোলে ব্যবধান কমায় ফ্রান্স। ৬৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের সফল স্পটকিক গোলে সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ৮৭ মিনিটে অফসাইডে বাতিল হয় রোমেলু লুকাকুর করা গোল। পাল্টা আক্রমণে থিও হার্নান্দেজের গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স। সেইসঙ্গে আরও একবার খালি হাতে ফিরতে হলো বেলজিয়ামের সোনালী প্রজন্মকে। আর শিরোপা নিশ্চিতের শেষ লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ