16 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » আবারও মালদ্বীপের কাছে বাংলাদেশের হার

আবারও মালদ্বীপের কাছে বাংলাদেশের হার

আবারও মালদ্বীপের কাছে বাংলাদেশের হার

বিএনএ,স্পোর্টসডেস্ক : সাফ চ্যাম্পিয়নশীপে মালদ্বীপের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ । বৃহস্পতিবার(৭ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।এই ম্যাচ হেরে টেবিলের তিনে চলে গিয়েছে অস্কার ব্রুজেনের দল।

সাফে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারানোর পর ভারতের সঙ্গে ১-১ এ ড্র করার পর নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হারল জামাল ভূইঁয়ারা।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে।

বিরতি থেকে ফেরার ৫৫ তম মিনিটে গোল হজম করে বসে অস্কার ব্রুজেনের শির্ষরা। কর্নার থেকে আসা বল বাইসাইকেল শটে গোলটি করেন হামজা মোহাম্মদ।১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালালেও সেটা ব্যবধান কমাতে পারেনি। উল্টো ৭৩ মিনিটে ডি বক্সে থাকা নাইজকে ফাউল করে সোহেল রানা।ফলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোলটি করে আলি আশফাক। বাকিটা সময়ে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেননি জামাল ভূঁইয়ারা।

আগামী বুধবার(১৩ অক্টোবর) একই মাঠে  নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ