29 C
আবহাওয়া
৫:১৯ অপরাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক ইকবালের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

সাংবাদিক ইকবালের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি’র শোক

সাংবাদিক ইকবালের পিতার মৃত্যুতে আনোয়ারা সাংবাদিক সমিতি'র শোক

বিএনএ,চট্টগ্রাম: জাগো নিউজের চট্টগ্রাম সিনিয়র রিপোর্টার সাংবাদিক ইকবাল হোসেন ও যায়যায়দিন চট্টগ্রাম ব্যুরোর সাবেক স্টাফ রিপোর্টার, ব্যাংকার রবিউল হোসেনের পিতা ফোরক আহমদ ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর নেতৃবৃন্দ।

রবিবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা পেঠান মুন্সির বাড়ির মরহুম এজাহার মিয়ার ছেলে। আজ বাদ আছর মধ্যম পটিয়া হেলাল মোল্লা জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

সাংবাদিক ইকবালের পিতার মৃত্যুতে এক শোক বার্তায় সভাপতি এনামুল হক নাবিদ ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বলেন, সাংবাদিক ইকবাল হোসেনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ