16 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে বিভিন্ন স্থানে পানিতে ডুবে দু’জনের মৃত্যু

রাঙামাটিতে বিভিন্ন স্থানে পানিতে ডুবে দু’জনের মৃত্যু


রাঙামাটি প্রতিনিধি:পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন স্থানে পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে কাচালং নদীতে প্রিয়ন্তী কর্মকার নামে আরও ১ জন নিখোঁজ রয়েছেন। রোববার(  ৮ সেপ্টেম্বর) নানিয়ারচর উপজেলার ইসলামপুরে প্রতিবন্ধী আয়শা আক্তার (২০) ও বাঘাইছড়ি উপজেলার কলেজ পাড়া এলাকায় সিরাতুল মুনতাহা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সকালে কাপ্তাই লেকে গোসল করতে গিয়ে আয়শা আক্তারের মৃত্যু হয় এবং সে স্থানীয় মৃত আশরাফ আলীর কন‍্যা সন্তান। অন্যদিকে বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে মুনতাহা’র মৃত্যু ঘটে। সে নুর হোসেনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, পানিতে ডুবে ইসলামপুরে একজনের মৃত্যু হয়েছে। গতকালও প্রত্যয় চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ