16 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোণায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোণায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত


বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার বারহাট্টায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে অসিম সরকার (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। নেত্রকোণা-মোহনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারহাট্টা উপজেলা সদর এলাকার জিরো পয়েন্টে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। অসিম সরকার উপজেলার গড়মা গ্রামের সুবল সরকারের ছেলে। এই দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর আরোহী আসমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রেহান মিয়া (১৯) আহত হয়েছেন।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা শুক্রবার সকালের দিকে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অসিম বৃহস্পতিবার রাতে কাজ শেষে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। জিরোপয়েন্ট পৌঁছার পর অসাবধানতা বশত: একটি ট্রাকের সাথে মোটর সাইকেলটির ধাক্কা লাগে। ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। মোটরসাইকেলটির গতি বেশী থাকায় এর নিয়ন্ত্রণ সম্ভব হয় নাই। ট্রাকের সাথে ধাক্কার পর আরোহী দুজনই ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক অসিমকে মৃত ঘোষণা করেন। আহত রেহানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।

বিএনএ/ ফেরদৌস আহমাদ বাবুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ