20 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কোহলির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২১২

কোহলির সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২১২

ভারতের সংগ্রহ ২১২

বিএনএ ডেস্ক: এশিয়া কাপ থেকে আগেই বিদায় নিয়েছে দু’দলই। তবুও নিয়মরক্ষার ম্যাচে বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ২১২ রান।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে খেলা শুরু হয় রাত ৮টায়। টস জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় আফগানিস্তান।

ভারতের ওপেনিংয়ে নামেন কেএল রাহুল ও বিরাট কোহলি। শুরু থেকে মারমুখি দুই ব্যাটার তুলে নেন হাফ সেঞ্চুরি। ১১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। ৪১ বলে ৬২ রান করে ফিরে যান কে এল রাহুল।

৬১ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি
৬১ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি

এরপর বিরাট কোহলির সাথে যোগ দেন সুরাইয়া কুমার। তবে তেমন সুবিধা করতে পারেন নি তিনি। দলীয় ১২৫ রানের মাথায় ২ বলে ৬ করে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর কোহলির সাথে যোগ দেন ঋষভ পন্ত। ১৬ বলে ২০ রান করেন তিনি এছাড়া ৬১ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

আফগানিস্তানের পক্ষে ফরিদ আহমদ দুটি উইকেট শিকার করেন। এছাড়া আর কোন বোলার তেমন সুবিধা করতে পারেন নি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ