24 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত


বিএনএ, ডেস্ক : দিনাজপুর সীমান্তে  ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে মিনহাজুল ইসলাম মিনার (১৭)এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন।বুধবার দিবাগত মধ্যরাতে দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে ৩১৪/৪ এক পিলারের উত্তরে এই ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ তানভীরুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত কিশোর  জেলা সদরের খানপুর ভিতরপাড়া এলাকার মাজেদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরসহ আরও কয়েকজন একত্রে রাতের বেলা ঘুরতে গেলে সীমান্তের কাঁটাতারের বেড়ার নিকটবর্তী হলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজুল নিহত হয়।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ