15 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সালমান-অক্ষয়-অজয়দের বিরুদ্ধে মামলা

সালমান-অক্ষয়-অজয়দের বিরুদ্ধে মামলা

সালমান

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগনসহ বেশ কয়েক জন ভারতীয় তারকার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুই বছর আগে হায়দরাবাদে একজন নারী চিকিৎসক ধর্ষণের শিকার হন। সেই সময় অনেক তারকা অভিনয়শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে পোস্ট করেন। কিন্তু এটি নিয়ে আপত্তি করেছেন দিল্লির এক আইনজীবী।

যেকোনো পাবলিক প্ল্যাটফর্ম অথবা মিডিয়ায় ধর্ষিতার আসল নাম প্রকাশ করা নিষেধ। কিন্তু এই তারকারা ধর্ষিতার আসল নাম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। তাই এই তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী গৌরব গুলাটি।

অনুপম খের, ফারহান আখতার, অজয় দেবগন, অক্ষয় কুমার, সালমান খান, মহারাজা রবি তেজা, রাকুল প্রীত সিং, আল্লু সিরিশ, চার্মি কৌরসহ ৩৮ তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই আইনজীবী। ভারতীয় দণ্ডবিধির ২২৮ (এ) ধারায় তিস হাজারি আদালতে এই মামলা দায়ের হয়। পাশাপাশি এই তারকাদের খুব শিগগির গ্রেপ্তারেরও দাবি জানানো হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ