34 C
আবহাওয়া
২:৫৫ অপরাহ্ণ - মে ১৭, ২০২৪
Bnanews24.com
Home » কোস্টগার্ডের অভিযানে ২৩ জেলেকে ছেড়ে দিল জলদস্যুরা

কোস্টগার্ডের অভিযানে ২৩ জেলেকে ছেড়ে দিল জলদস্যুরা

কোস্টগার্ডের সাঁড়াশি অভিযানে অবশেষে ২৩ জেলেকে ছেড়ে দিল জলদস্যুরা

বিএনএ, চট্টগ্রাম: গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের জিন্মিদশা হতে মাছ ধরার ট্রলারসহ ২৩জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। টানা চারদিন ধরে খুবই উত্তাল বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে জলদস্যুদের ধাওয়া করছিল কোস্টগার্ড সদস্যরা। অবশেষে শনিবার  সন্ধ্যায়(৭ আগস্ট) মহেশখালির সোনাদিয়া এলাকায় ট্রলারসহ ২৩জন জেলেকে ছেড়ে দিয়ে জলদস্যুরা পালিয়ে যায়। পরে রোববার(৮আগস্ট) সকালে বঙ্গোপসাগরের সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩ জলদস্যুকে আটক করতে সমর্থ হয় কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড সদর দপ্তরে রোববার সন্ধ্যায় জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহ আলম জানান, বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যরা অপহৃত ২৩জেলেকে উদ্ধারে গত তিন দিন একটি শ্বাসরুদ্ধকর অভিযান চালায়। ৫ আগস্ট আমরা জানতে পারি জলদস্যুরা ২৩জন নিরীহ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে জানতে পারি কক্সবাজারের বাহারছড়ার শাপলাপুর নামক স্থানে অপহৃতদের আটক রেখেছে জলদস্যুরা। কোস্টগার্ডের বিশেষ দল সেখানে অভিযান চালালে জলদস্যুরা ইনানীর দিকে পালিয়ে যায়।স্থানীয় কন্টিজেন্ট সদস্যরা সেখান থেকে ধাওয়া দিলে তারা ফের কক্সবাজারের দিকে চলে আসে।কোস্টগার্ডের অব্যাহত অভিযানে টিকতে না পারায় মহেশখালির সোনাদিয়া এলাকায় ট্রলারসহ ২৩জন জেলেকে ছেড়ে দিয়ে জলদস্যুরা পালিয়ে যায়।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ