35 C
আবহাওয়া
৪:০৪ অপরাহ্ণ - মে ২১, ২০২৪
Bnanews24.com
Home » সাত মাসে চীনের আমদানি-রপ্তানি ২৪.৫ শতাংশ বেড়েছে

সাত মাসে চীনের আমদানি-রপ্তানি ২৪.৫ শতাংশ বেড়েছে

সাত মাসে চীনের আমদানি-রপ্তানি ২৪.৫ শতাংশ বেড়েছে

বিএনএ, বিশ্বডেস্ক : চলতি বছরের প্রথম সাত মাসে চীনের পণ্য বাণিজ্যের আমদানি-রপ্তানির মোট পরিমাণ ২১.৩৪ ট্রিলিয়ন ইউয়ান; যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৫ শতাংশ বেশি হয়েছে। এই পরিমাণ ২০১৯ সালের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। শনিবার চীনের শুল্ক বিভাগ এ তথ্য জানিয়েছে।

জানুয়ারি থেকে জুলাই মাসে, চীনের রপ্তানির আর্থিক মূল্য ১১.৬৬ ট্রিলিয়ন ইউয়ান; যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৫ শতাংশ বেশি। ২০১৯ সালের তুলনায় ২৩ শতাংশ বেশি। আমদানি হয়েছে ৯.৬৮ ট্রিলিয়ন ইউয়ানের পণ্য; যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪.৪ শতাংশ বেশি এবং ২০১৯ সালের চেয়ে ২১.৪ শতাংশ বেশি। বাণিজ্য ঘাটতির পরিমাণ ১.৯৮ ট্রিলিয়ন ইউয়ান। এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৪.৮ শতাংশ বেশি হয়েছে।

বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে সাধারণ বাণিজ্যের আমদানি-রপ্তানি বেড়েছে। বাণিজ্যিক অংশীদারির দিক থেকে প্রথম সাত মাসে চীনের বৃহত্তম তিনটি বাণিজ্যিক অংশীদার, অর্থাৎ আসিয়ান, ইইউ ও যুক্তরাষ্ট্রে চীনের আমদানি-রপ্তানির পরিমাণ যথাক্রমে ৩.১২ ট্রিলিয়ন ইউয়ান, ২.৯৬ ট্রিলিয়ন ইউয়ান এবং ২.৬২ ট্রিলিয়ন ইউয়ান।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ