25 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - মে ২৮, ২০২৪
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দেয়া হবে-হাসান নাসরাল্লাহ

লেবাননে ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দেয়া হবে-হাসান নাসরাল্লাহ

হাসান নাসরাল্লাহ

বিএনএ, বিশ্বডেস্ক : হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, লেবাননে যে কোনো ধরনের বিমান হামলার উপযুক্ত এবং সমানুপাতিক জবাব দেয়া হবে। গত বৃহস্পতিবার লেবাননে বিমান হামলা চালানোর প্রেক্ষিতে দু’পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

চলতি বছর লেবাননের মাটিতে এটাই ছিল ইসরায়েলি বাহিনীর প্রথম বিমান হামলা। এর আগে গত বুধবার লেবানন থেকে ইসরায়েলের দিকে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি সীমান্ত পার হওয়ার আগেই মাটিতে পড়ে এবং বাকি দুটি ইসরায়েলে আঘাত হানে।
শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে নাসরাল্লাহ বলেন, আমাদের এই প্রতিক্রিয়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার বিরুদ্ধে। আমরা আমাদের শত্রুদের জানাতে চাই যে, লেবাননে ইসরায়েলের যেকোনো হামলার অনিবার্য জবাব দেয়া হবে। কারণ আমরা আমাদের দেশ রক্ষায় বদ্ধ পরিকর।’
তিনি আরও বলেন, হিজবুল্লাহ যুদ্ধ চায় না। কিন্তু চলতি সপ্তাহে লেবাননে যেভাবে বিমান হামলা চালানো হচ্ছে তা বেশ ভয়াবহ ।
উল্লেখ্য,বৃহস্পতিবার বিমান হামলা চালানোর আগে ২০১৪ সালে লেবাননে সর্বশেষ হামলা চালিয়েছিল ইসরায়েল।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ