বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার মনখালী এলাকা সংলগ্ন নদী থেকে কামাল উদ্দিন (৪৭) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামাল উদ্দিন উপজেলার ১ নম্বর জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি আওয়ামী রাজনীতি করতেন বলে জানা গেছে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইউপি সদস্য কামাল উদ্দিনের মরদেহ নদীতে পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় কে বা কারা জড়িত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী